কম্পিউটার অপারেটর হতে হলে কি কি শিখতে হবে, কম্পিউটার অপারেটর পদে চাকরি হবেই

আমরা কম্পিউটার অপারেটর হিসেবে কোন জায়গায় যদি এপ্লাই করি বা কম্পিউটার অপারেটর হিসেবে যদি কাজ করতে চাই তাহলে যে কাজ গুলো আমাদের জানা দরকার তার একটা লিস্ট তৈরি করেছি এবং বলার চেষ্টা করেছি কি কি যোগ্যতা আপনার দরকার হবে। ইনফরমেশন গুলো জানলে আশা করি আর কোন জায়গা থেকে কি যোগ্যতা লাগে এই সম্পর্কে কিছুই আপনার জানার দরকার হবে না।


১। কম্পিউটার ওপেন করা বন্ধ করা জানতে হবে এবং কোন জায়গায় কি কি আছে কোনটার কি কাজ জানতে হবে, মোট কথা কম্পিউটার বেসিক যে জ্ঞান থাকার দরকার সেটা জানতে হবে



২। মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, শুধু জানলে হবে না কাজ করারমত অভিজ্ঞতাও থাকতে হবে। এক্ষেত্রে- লেটার লিখা, কোটেশন লিখা, সিম্পল প্যাড বানানো, মানি রিসিপ বানানো, বিল বানানো, সিভি বা বায়োডাটা তৈরি করা, যেকোন ধরনের বিজ্ঞপ্তি তৈরি করা ইত্যাদি জানতে হবে।

৩। এক্সেল সম্পর্কে জানতে হবে, শুধু জানলে হবে না কাজ করারমত অভিজ্ঞতাও থাকতে হবে। এক্ষেত্রে বেসিক জানলেও হবে যদি কোন অফিসে এক্সেল এর কাজ থাকে তাহলে বেসিক জানলে আস্তে আস্তে শিখে যেতে পারবেন কাজের মাধ্যমে।




৪। টাইপিং করা জানতে হবে ইংলিশ এবং বাংলা। যতটুকু সম্ভব কিবোর্ড এ না দেখে টাইপ করা জানতে হবে।

৫। ইনটারনেট ব্রাউজিং জানতে হবে, এক্ষেত্রে মেইল পাঠানো মেইল আসলে রিসিভ করা জানতে হবে। অন্যান্য ওয়েবসাইট গুলোতে কিভাবে যায় জানতে হবে। যেকোন কিছু গুগলে সার্চ দিয়ে বের করা জানতে হবে। যদি কোন একটা ওয়েবসাইটের নাম বলে তখন কিভাবে ঐ ওয়েবসাইটে যেতে হবে জানতে হবে। অনেক সময় ওয়েবসাইট সার্চ দেওয়ার পরও আসে না সেক্ষেত্রে কিভাবে যেতে হবে জানতে হবে। বিভিন্ন ওয়েবসাইটে ফরম পূরন করাও জানা লাগতে পারে।

৬। সফটওয়্যার ইন্সটল দেওয়া জানতে হবে, আনইস্টল করাও জানতে হবে।

৭। জায়গা বিশেষে ফটোশপ এর কাজও জানতে হবে, ফটোশপের ক্ষেত্রে প্রাথমিক জ্ঞান থাকলেও চলবে, যেমন- ফটোশপের মাধ্যমে ছবি সাইজ করা, কলার কমবেশি করা, কোন একটা পিকচারের উপরে কিছু একটা লিখা, ফাইল সেভ করা ইত্যাদি।




৮। ইলেশট্রেটর সম্পর্কে জানতে হবে। ইলেশট্রেটর আসলে সব জায়গায় আপনার লাগবে না, বিশেষ জায়গা হিসেবে দরকার পরতে পারে।

৯। ইংলিশ জানতে হবে মোটামোটি। যেমন- যেকোন ইংলিশ লেখা দেখে বুঝতে পারা ও লিখতে পারা।

১০। এছাড়াও পাওয়ার পয়েন্ট জানতে পারেন, জিপ ফাইল কিভাবে করতে হয় জানতে পারেন এবং জিপ ফাইল এক্সিট করা জানতে পারেন, পিডিএফ ফাইল কিভাবে করে জানতে পারেন, পিডিএফ ফাইল ইডিট করাও জানতে পারেন, ভিডিও কলিং সম্পর্কে জানতে পারেন, মানে যেমন-টিমভিউয়ার কিভাবে চালায় বা এধরনের সফটওয়্যার গুলো জানতে পারেন।




তারপরও বিশেষ বিশেষ ক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট কোন কাজে যদি অভিজ্ঞতা চায় বা নির্দিষ্ট কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, যেমন- কেউ যদি ওয়েবসাইট ডেভোলাপমেন্ট, মোবাইল এপ্লিকেশন, ভিডিও ইডিটিং, প্রফেসনাল গ্রাফিক্স ডিজাইনার এর কাজ করে, সেক্ষেত্রে ভিন্ন বিষয়। এছাড়া উপরেউল্লেখিত বিষয়গুলোই যথেষ্ট হবে।



মোট কথা নিচের পয়েন্ট গুলো শিখতে হবে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে হলে-


  • কম্পিউটার বেসিক ধারণা

  • মাইক্রোসফট বেসিক ধারণা

  • এক্সেল বেসিক ধারণা

  • টাইপিং কিভাবে শিখবেন

  • ফটোশপ বেসিক ধারণা

  • ইলেস্ট্রেটর বেসিক ধারণা

  • পাওয়ার পয়েন্ট বেসিক ধারণা

  • ইন্টারনেট বেসিক ধারণা

  • ইংলিশ বেসিক ধারনা

এছাড়াও পাওয়ার পয়েন্ট, জিপ ফাইল , পিডিএফ ফাইল, ভিডিও কলিং সফট শিখতে হবে।



আশা করি কম্পিউটারের অপারেটর হিসেবে কাজ করতে বা চাকুরী করতে কি কি যোগ্যতা লাগে জানতে পারলেন। লেখাটি এ পর্যন্তই যদি ভাললেগে থাকে লাইক করতে পারেন ও কমেন্টে করে জানাতে পারেন কেমন লেগেছে বা ইনফরমেশন গুলো সঠিক বলেছি কিনা। আল্লাহ হাফেজ।

No comments:

Post a Comment