How to Get 4000 YouTube Watch Hours Fast || 4000 ঘন্টা ওয়াচটাইম মাত্র 7 দিনে
ইউটুবের মনিটাইজ অন করতে মনিটাইজ এপ্লাই করার দিন হথে গত 365 দিনে 4 হাজার ঘন্ট ওয়াচটাইম প্রয়োজেন হয় যেটা অনেক নতুন ইউটুউবাররা ফিলাপ করতে হিমসিম খেয়ে যাচ্ছেন। আবার অনেকে টাকার বিনিময়ে অন্যদের কাছ থেকে ক্রয় করতেছেন তবে আপার যদি পিসি কিংম্বা ল্যাপটপ ও মুটামুটি স্পিডের ইন্টারনেট কনেকশন থাকে তাহলে খুব সহজে মাত্র 7 দিন থেকে 10 দিনে আপনি আপনার চ্যানেলের ওয়াচটাইম একদম বিনামূল্যে ফিলাপ করতে পারবেন এই জন্য লং টাইমের ভিডিও আপ করা থাকলে সুবিধা হয়। চাইলেও ছোট ভিডিও দিয়েও করতে পারবেন সে ক্ষেত্রে সময় বেশি লাগবে তােই যত বড় ভিডিও আপ করতে পারবেন 1 টা হলেই হবে। কিভাবে লং ভিডিও থৈরি করতে হয় না জানলে Inbox করতে পারেন।
এখন আসি কাজের কথাই যে, কিভাবে ওয়াচটাইম ফিলাপ করতে হয়। নিচের ভিডিতে মাত্র 7 মিনিটে দেখানো হয়েছে পুরা কাজের নিয়ম তো দেরি কেন নিচের ভিডিওতে ক্লিক করে দেখে আসুন এবং কোন রকম টাকা পয়শা ছাড়াই আপনি আপনার চ্যানেলের ওয়াচটাইম ফিলাপ করুন।
বিঃদ্রঃ আপনার যদি মনিটাইজ চ্যানেল থাকে এবং কোন ইনকাম হচ্ছে না বা কম হচ্ছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশাকরি প্রতি মাসে 500 থেকে 1000 ডলার ইনকাম করতে পারবেন আমার সিক্রেট কিছু টিপস নিয়ে।
No comments:
Post a Comment