আপনার ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট কী হঠাৎই লগআউট হয়ে গেছে? ভাবছেন হ্যাক হয়ে গেলো না তো! ফেসবুক ও গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়ের কিছু নেই। গত শুক্রবার কারিগরি কিছু সমস্যার কারণে অনেকেই এমন অবস্থার সম্মুখীন হয়েছেন।
ম্যাশেবলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল শুক্রবার অনেকের কাছেই ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি করার বার্তা গেছে। কর্তৃপক্ষ এটিকে নিরাপত্তাজনিত কোন সমস্যা নয় বলে নিশ্চিত করেছে।
ফেসবুকের এক মুখপাত্র বলেন, 'সিস্টেমে সমস্যা হওয়ায় বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। সন্দেহজনক অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ করার সময় কিছু অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিতভাবে ‘অ্যাকাউন্ট রিকভারি ফ্লো’ চলে যায়। সমস্যাটি ইতোমধ্যেই ঠিক করা হয়েছে।'
ফেসবুকের আগে গুগল ব্যবহারকারীরা একই রকম সমস্যার সম্মুখীন হন। গুগল অ্যাকাউন্টের ইঞ্জিনে কিছু সমস্যার জন্য ব্যবহারকারীরা সাময়িক সময়ের জন্য গুগল অ্যাকাউন্ট বন্ধ পান। তবে গুগল কর্তৃপক্ষও জানিয়েছে, এটি হ্যাকের মতো কোন ঘটনা নয়।

No comments:
Post a Comment