- মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।
- আল্লাহ আমায় জাগিয়ে দিয় ফজর যখন হবে। ফজরের-ই আযান শুনে উঠব জেগে তবে। ফজরের-ই নামায হয় যেন দিনের প্রথম কাজ। এমন ভাগ্য দাও গো আল্লাহ দাও আমাকে আজ।
- মুসলিম আমি, সংগ্রামি আমি, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাওকে মানি না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর,নারায়ে তাকবীর !!
- সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে।
- একটা গাছ যখন মারা যায়, তখন তার সবগুলো পাতা ঝরে যায়। আর একটা মন যখন ভেঙে যায়, তখন জীবনের সব আলো নিভে যায়।
- জানি পুলিশ করবে হামলা,হবে জেল মামলা|জানি বুলেট পর্র্বে বুকে,তবুও মোরা দারাবো রুখে|দিবো লক্ষ প্রাণ,তবুও”কোরাআন”হোক সংবিধান
- গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। ஜஜ জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। ஜஜ জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। ஜஜ হেপ্পী জুম্মাহ মোবারক টু মাই অল ফ্রেন্ড।
- একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব॥ তার ভাইয়ের জন্য সম্মান॥ স্বামীর জন্য সম্পদ॥ তার সন্তানদের জন্য আদর্শ মা॥
- যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় , আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। — মিশকাত
- সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাঃ প্রদর্শিত পদ্ধতি। — সহীহ মুসলিম
- ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না..!! – আল কোরআন
ইসলাম নিয়ে উক্তি ও ইনস্টাগ্রাম ক্যাপশন – Islam Captions in Bangla
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment