বিশ্বব্যাপী যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এ প্ল্যাটফর্মে সময়ের সঙ্গে নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। ইতোমধ্যে নতুন সংযোজন হিসেবে ‘আনডো বাটন’ চালু হয়েছে।
প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে ফেসবুকের মালিকাধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার যুক্ত করেছে। সেই ধারাবাহিকতায় গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে সংস্থাটি নতুন সংযোজন ‘আনডো বাটন’ চালু করেছে।
‘আনডো বাটন’ চালু হওয়ায় অনিচ্ছাকৃত কোনো ছবি বা স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ স্টোরিতে শেয়ার হয়ে গেলে সঙ্গে সঙ্গে রিমুভ করতে পারবেন।
স্ট্যাটাস আপডেটের জন্য আনডো বাটন নামে নতুন ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা সহজেই হোয়াটসঅ্যাপ স্টোরিতে নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা ভার্জন ২.২১.২২.৬ এ যুক্ত করা হয়েছে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভার্সন ২.২১.২২.৫তেও এ সুবিধা পাওয়া যাবে। খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এ ফিচারটির সুবিধা পাবেন।

No comments:
Post a Comment