জোনাকি পোকার দেহের পেছন দিকে বক্স লাইটের মতো একটা জায়গা থাকে যার ভেতরে থাকে দুই ধরনের রাসায়নিক পদার্থ- লুসিফেরেজ ও লুসিফেরিন। লুসিফেরেজ (luciferase) জোনাকির আলো উৎপাদনের প্রধান বস্তু। এই ধরনের আলো উৎপাদনের পদ্ধতিকে বলে
Bioluminescence. (বায়োলুমিনিসেন্স)
লুসিফেরেজের কাজ হচ্ছে জোনাকি পোকার খাদ্য শক্তিকে কাজে লাগিয়ে আলো ও তাপশক্তি উৎপন্ন করা। অক্সিজেন, ক্যালসিয়াম, এডিনোসিন ট্রাইফোসফেট (adenosine triphosphate (ATP)) ও লুসিফেরিন মিলে এই আলো সৃষ্টি করে। আলো জ্বলে থাকার পেছনে নাইট্রিক অক্সাইডের ভূমিকাও রয়েছে।

No comments:
Post a Comment